Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কাযালয়টি  উপজেলা কমপ্লেক্স ভবন, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এর ৩য় কক্ষ (তলায়) অবস্থিত। ০১ জন কর্মকর্তা ও ০২জন কর্মচারী কমরত । ০৯টি (KPI) ও ০৬টি ব্যাংকে সবমোট ৩২৯ জন বিভিন্ন পদবীর অঙ্গীভূত আনসার সদস্য প্রতিষ্ঠান সমূহকে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করছেন। ০৮টি ইউনিয়নে ০১ (এক) জন দলপতি, ও ০১ (এক) জন দলনেত্রী ভাতা ভিত্তিক মোতায়েন আছেন। ০১টি উপজেলা আনসার কোম্পানী রয়েছে এতে ১১৫জন আনসার সদস আছে। প্রতিটি ইউনিয়নে ৩২জন পুরুষ ও ৩২জন মহিলা সদস্য নিয়ে ০৮টি প্লাটুন  রয়েছে। উপজেলায় ৩২জন  মহিলা আনসার প্লাটুন  রয়েছে। তাতে ০১ (এক) জন মহিলা আনসার প্লাটুন কমান্ডার রয়েছে।